অপ্রাপ্তিতে নিলু 🔐
হাসলে তোমাকে আরো অধিক সুন্দরী লাগে। তবে আমার হইতো মন্দভাগ্য । সামনে থেকে তোমার
হাসিটা কখনো দেখার সৌভাগ্য হয়ে উঠে নি। সঠিকভাবে বলাও যাচ্ছে না কখনো দেখা হবে কিনা।
সময় এভাবেই একটু একটু করে চলছে চলবেই। আর অপেক্ষার প্রহরও দীর্ঘায়িত হবে। যাকে আমার
হাজারো ব্যস্ততার মাঝে নিজের সবটুকু সময় দিতে চাই , সে আমার অপ্রাপ্তিতেই থেকে যাবে মনে হয়।
সব সুখ সবার সহেনা ।আবার সব ইচ্ছা পূরণ হয় না। জীবনে পথ চলার সময় অনুভূতি নামক জড়
মানুষের হৃদয়ে আসে। জড় বলার একটাই কারন সেটা হলো আমরা নিজেদের ইচ্ছামত একে ব্যবহার
করতে পারব না। আচমকা ঝড়ের মতো এসে সবকিছু তছনছ করে দিয়ে চলে যায়। কখনো আবার এই
ঝড়টা হয় সুখের আবার কখনো হয় বাঁধভাঙ্গা স্রোতের ন্যায়।
আলোকিত পৃথিবীর সব কিছু যেনো বিলীন হয়ে হারিয়ে যায় ।
নিভে যায় আলোকিত সূর্যের অলোকিত প্রদীপ শিখাটিও ।
পরিশেষে গোধূলি পেরিয়ে দেখা মিলে সন্ধ্যা ।
মন খারাপ যেন তখন মূহুর্তেই হারায় ।
ইচ্ছে গুলো যেন ডানা ঝাপটায়।
দিন শেষে সেই গোধূলী সন্ধ্যাই তোমাই পাবার প্রতিক্ষায়।
(56)🔐

আশা করি ভায়া পাবেন দেখতে। আর সুন্দর হইছে লেখা টা
ReplyDeleteDhonnobad vai .
Deleteভাই তো দেখছি বেশি আবেগি ।
ReplyDeleteকি যে বলেন ভাই। যায় হোক কেমন লাগছে???
Deleteses er diker lekha ta onk sundor hoise
ReplyDeleteধন্যবাদ ভাই
Deletekotha gulo onk sndr
ReplyDeleteধন্যবাদ ভাই
Deleteu have to compromise your life
ReplyDeleteদেখি কি করা যায়
Deletelife is a race . so u have to run and catch your goal.
ReplyDeleteহা ভাই , এক দৌড় দেবো তাহলে
DeleteWow vai josss
ReplyDelete