কাল্পনিক নিলু 🔐
ঘনসবুজ পাতা আর উজ্জ্বল হলুদ ফুলের মাঝে আমি তোমাকে দেখেছি। তোমার ওই মিষ্টি ঠোটের
হাসিটাকে ভালবেসেছি। নরম রোদে হিমেল হাওয়ায় ভেশে আসা হেমন্ততে , তোমার এলোমেলো চুল,
গুলার মায়াই পড়েছি ।পাত্তা তুমি দাওনা আমাই নিজের মাঝেই মগন, স্রষ্টার এই সৃষ্টি মাঝে আমি তোমাই
করি যতন।আলোকিত পথের দুধার তোমার রূপের ছটায়, উদাস আমি এক ছন্দে ফিরি তোমার সুরের
মায়াই।
" নিলু " মনে আছে কি তোমাই বলেছিলাম
কোন এক গোধূলির লগ্নে , হঠাৎ আনমনে । তুমি হলুদ শাড়িতে আসবে
আমি আসবো শুধু রাঙ্গাতে তোমাই। 🔐

সুন্দর 😍
ReplyDeletethank u mr.
Deletesounds good
ReplyDeleteঅসাধারণ 😍। সামনে আরো ভালো কিছু আশা করছি।
ReplyDeletethank you soo much vai
Delete