Header Ads

Header ADS

শূন্যতায় নিলু 🔐

  


                  নিলু      



তোমাকে  ছেড়ে  থাকা  কেমন  যেন  অস্বস্তিকর  হয়ে উঠেছে । এটা  কি  তোমার  প্রতি  আমার

ভালবাসার  বহিঃপ্রকাশ ,  নাকি  নিতান্তই  এক  মুল্যহীন  আবেগ । আবার  হতে  পারে  , সিগারেটেরর

নিকোটিনের  মতো  ধোয়াই উড়ে  যাওয়া  এক  নেশা  মাত্র । আমি  জানি  না এটা কি । তবে  কিছু  কথা

না  বললেই   নয় । 


আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি তবে এটা হবে আমার বোকামি। কারণ বেশিরভাগ মানুষ বলে

কথার দ্বারা নাকি ভালবাসা প্রকাশ করা যায়। তবে আমি সেটা মানিনা , আর আমি চাইও না। আমি

তোমাকে এতটাই অনুভব করি যে তোমাকে যদি আমি কথার দ্বারা বলি সেটা কম হয়ে যাবে। তারপরেও

 যদি বলতে হয় তাহলে বলবো ঃ


" আলোকিতময় পৃথিবীর সব কিছু যেনো বিলীন হয়ে। আমিও  বিলীন হবো আর হবে তুমিও, এ টুকু

 যেমন  সত্যি। তেমনি , যে অনুভুতিটা কাওকে না বলে এসেছে সেটা হইত বিলীন হওয়া সম্ভব না।  "



জানি হইত বুঝতে একটু সমস্যা হবে আমার কথা। এটা স্বাভাবিক তোমার আর আমার আবেগটা তো

 এক না। ঘটনাগুলো কারোর হাতের মুঠোয় থাকে না । সেটা তুমিও জানো আমিও জানি । তবে সম্ভাবনা

 থাকে গল্পগুলোকে পরিবর্তন করার । যেটা তুমি তোমার পরিবারের কাছে বিসর্জন দিয়েছো। আর আমি

 আমাদের বন্ধুতের কাছে। কখনো হইত বলার সুযোগ আসলেও বলা হবে না এই কথা ভেবে , যে হইত

 এই না বুঝি তোমাকে হারিয়ে ফেললাম। তবে আমি এটা ঠিকই জানি আমি তোমাকে হারাবো। তুমি

 হইত জানো না আর কখনো জানবেও না , আমি তোমাকে আমার গল্পে যতটা না ভেবেছি , তার থেকে

 বেশি আমি তোমাকে আমার নিজের জীবনে পেতে চেয়েছি । 



হ্যাঁ নিলু আমি তোমাকে অনেক বেশি ভালবাসি। শুধু একটা প্রার্থনা ঃ 

শেষ  সময় যখন  নিকটাবর্তি  হবে , তখন  তোমার  হাতে  হাত  রেখে , দুই  কদম  হাটতে   পারা

  জীবনের এক  বড়  প্রাপ্তি  ।  কিছু  চাওয়া  পাওয়া পুর্নতা  পাবে । 



তোমার জন্য ঃ 

হাজার দর্শন, সাহিত্যে, খুঁজে না পাওয়া 

সূর্যমুখী চেয়ে থাকা ,শিল্পীর ছবি আঁকা ,স্বপ্নের মহাকাল । 

কালের গর্ভে থেমে থাকা জীবনে তোল সুরের ঝংকার 

হৃদয়াকাশে সুরে তারা হয়ে বাড়াও সুখের হাহাকার  । 





                                                                                                                                   ( 56 🔐)



2 comments:

  1. onk sundor liksen vai. kotha hosse eta ki apnar khahini naki just kolpona naki onno karor???

    ReplyDelete

Theme images by cstar55. Powered by Blogger.