Header Ads

Header ADS

অস্পষ্টায় নিলু 🔐


কিছু মায়া শুনেছি , নাকি আজীবন থেকে যায়!  


চোখের নিচের ভাঁজ হয়তো বুঝাতে চায় কত রাত নির্ঘুম কেটেছে শুধু প্রতীক্ষায় । 


আমার বাস্তবের থেকে আমি তোমাকে আমার কল্পনাতেই বেশি পেয়েছি । আমার লেখা প্রতিটা গল্পে

তোমাকে খুঁজেছি।তবে  মাঝে মাঝে খুঁজেপেতাম আবার মাঝে মাঝে হারিয়ে ফেলতাম । তুমি আজ

দুষ্প্রাপ্য । চাইলেও আমি আজ পারবোনা তোমাকে এক পলক দেখতে । চাইলেও আমি পারবোনা

তোমাকে স্পর্শ করতে । শুধু তোমার শরীরের সুরভিটাই আমার হিপোক্যাম্পাসে সংরক্ষিত আছে । যা

আমাকে তোমার কথা মনে করিয়ে দেয় ।



যে বেলায় তোমার শহরে এলাম , সে বেলায় শহরের গুঞ্জন আমাকে জানিয়ে দিল  তুমি আজ অন্যের । 

সহজভাবে আমি একথা মেনে নিতে পারিনি ।আমার কিছু জিনিসের মাঝে একটা নেশা কখনো ছাড়তে 

পারবো না। সেটা হলো তুমি।সময়ের বিবর্তনের কারণে সবার জীবনে পরিবর্তন আসে । কেউ ব্যস্ত হয়ে 

যায় তার সাংসারিক জীবনে আর কেউবা থেকে যায় সেই এক আশা নিয়েই ।



দোষটা আসলে ছিল আমার । না কখনো মুখ ফুটে বলেছি  আমার অনুভূতি গুলো, না কখনো তোমাকে

নিজের করে পাবার তীব্র ইচ্ছা দেখিয়েছি । সবথেকে বড় ভুলটা ওইদিন করেছি  যে দিন তুমি বলেছিলে 

কি হয়েছে ? আমার এক কথায় উত্তর ঃ কৈ কিছু না তো । কথা গুলো গুছিয়ে বলাটা অন্তত জরুরি ।

যা সময়ে সময়ে হয়ে ওঠে না । 


হয়তো তুমি শুনতে চেয়েছিলে আমার  থেকে শুনতে আমি  তোমাকে কতটা ভালবাসি । তবে আমার

বলার সাহস ছিল না তোমাকে বলার আমি তোমাকে কতটা ভালবাসি।যদি তোমাকে বলেই দিতাম

তাহলে হয়তো আজে তুমি আমার হতে । সকালের নাস্তাটা একসাথে বসে করতাম ।  গোধূলি বেলায় 

তোমার চোখে চোখ রেখে ঠোটের নেশায় এক প্রহরের ইতি টানতাম । 



নষ্ট মস্তিষ্কের নির্ঘুম রাত!

কিছু সময় মন থেকে চাইলেও ভাগ্য সহায় হয় না । মনে হয় বিচ্ছেদেই ভাল থাকার গল্পটা ভাগ্য আগে

থেকেই লিখে রেখেছে । তবে যদি বিচ্ছেদেই ভাল থাকা যেতো তাহলে আমি আজ রাত জেগে তোমার

কথা ভাবতাম না। তোমাকে নিজে নিজের অনুভূতি গুলো ব্যক্ত করতাম না। তবে নিলু তোমাকে আমার

জীবন থেকে হারিয়ে আমি আজ বড্ড অগোছালো , বেখায়ালী,বেমানান। তবুও হাসছি।

আসলে কি হাসছি?। সব কিছু আগের মত নেই । নিজেকে অনেকটা

হারিয়ে ফেলেছি । নিজেকে খুজতে বেরিয়ে গেলাম। 



তোমার শহর । এসেছি অতিথি হয়ে । অচেনা শহরের রাস্তা, অচেনা মানুষের মুখ । এমনকি শহরের

বাতাসটাও জানান দিচ্ছে যে তার মাঝে এক অচেনা পথিকের আগমন হয়েছে । মনে হচ্ছে সব কিছু 

এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে । একটু অস্বাচ্ছন্দ্যতা বোধ হচ্ছে । মাথার উপর বেশ চড়া রোদ।

বেশ খানিকটা পথ হাঁটছি । তৃষ্ণাই গলা শুকিয়ে কাঠ । আসে পাশে দোকানের  কোন চিহ্ন নেই । তাহলে 

যায় আর একটু পথ তারপর সামনে কোন দোকান থেকে গলাটা ভিজিয়ে আবার নিলুর  উদ্দেশ্যে যাত্রা

করা যাবে । 





আমার বিনিদ্র রজনী কাটে তোমার প্রতিক্ষায়, 

তোমার ঠিকানা তবে কার অপেক্ষায় ?

নিলু ঃ আমার ঠিকানা আরেকজনের অপেক্ষা ।


আসুক কাটফাটা কার্ত্তিক

অথবা উত্তপ্ত গ্রীষ্ম দ্বিপ্রহরের বর্বরতা

তোমার ওই চোখে দেখেছি আমার  

শেষ সময় এর আলাপন।
                                                                                                           

                                                                                                                                                         (56 🔐)







3 comments:

Theme images by cstar55. Powered by Blogger.